ঢাকা | শুক্রবার
৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ফের বিয়ে করেছেন প্রভা!

রীতিমতো ব্যস্ত সময় পার করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। নানা সময়েই ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনায় আসা এই অভিনেত্রীকে নিয়ে আবারও উঠেছে নতুন গুঞ্জন। এবার খবর রটেছে, আবারও বিয়ে করতে যাচ্ছেন এই অভিনেত্রী। শোনা যাচ্ছে ইতোমধ্যে প্রভার বাগদানও হয়ে গেছে। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আপলোড করা বিভিন্ন ছবিতে মিলেছে বাগদানের ইঙ্গিতও। তার আপলোড করা বহু ছবিতে তার অনামিকায় দেখা গেছে আংটি।

শোনা গেছে, গত বছরই বাগদান সেরেছেন প্রভা। প্রভার সোশ্যাল অ্যাকাউন্ট ঘাঁটলে এমনটাই অনুমান করা যায়। এখন প্রশ্ন উঠতে পারে, তার হাতের আংটি শুটিংয়ের প্রয়োজনেও হতে পারে। তবে এর বিপরীতে জবাব হলো, প্রভা তার অনামিকায় একটি নির্দিষ্ট আংটিই পরেন এবং সেটা গত বছরের মাঝামাঝি সময় থেকে।

এর আগে গুঞ্জন শোনা গিয়েছিল, ছোট পর্দার এক তরুণ অভিনেতার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন প্রভা। তবে প্রভা কিংবা ওই অভিনেতার পক্ষ থেকে এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

২০১০ সালে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে বিয়ে করেছিলেন অভিনেত্রী প্রভা। তবে প্রাক্তন প্রেমিকের সঙ্গে তার একটি স্ক্যান্ডাল ছড়িয়ে পড়লে এক বছরের মাথায় অপূর্বর সঙ্গে ডিভোর্স হয়ে যায় তার।

এরপর ২০১১ সালে মাহমুদ শান্ত নামের এক ব্যক্তির সাথে বিয়ের পিরিতে বসেন প্রভা। তবে সেই সংসার টিকেছিল ২০১৪ সাল পর্যন্ত। এবার হয়তো ফের নতুন কোনো সুখবর দিতে যাচ্ছেন তিনি।

আনন্দবাজার/ টি এস পি

সংবাদটি শেয়ার করুন