প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে প্রতিনিয়ত নিজেদের নতুন নতুন আপডেট আনছে মেটার মালিকানাধীন ম্যাসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ। সম্প্রতি ম্যাকওএস ও উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য নতুন কিছু অ্যাপ বাজারে আনছে হোয়াটসঅ্যাপ।
ইতালিয়ান ব্লগ আগিরোনামেনতি লুমিয়া’র বরাত দিয়ে জানানো হয়, উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য নতুন অ্যাপ তৈরি করছে হোয়াটসঅ্যাপ। এটি গড়ে তোলা হবে একদম গোড়া থেকে।
ইউনিভার্সাল উইন্ডোজ প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি করা অ্যাপে দেখা মিলবে ড্রইং ফিচারের, যা বিশেষভাবে টাচস্ক্রিনে ডিসপ্লে সম্বলিত ডিভাইসে ব্যবহার করা যাবে। অ্যাপটি অনেকটা দেখতে স্কাইপের মতো হবে। সেটিংয়ে থাকবে ছয়টি শ্রেণী- জেনারেল, অ্যাকাউন্ট, চ্যাট, নোটিফিকেশনস, স্টোরেজ এবং হেল্প।
অন্যদিকে ম্যাকওএসের জন্য হোয়াটসঅ্যাপের যে নতুন সংস্করণটি আসছে তা হুবহু আইপ্যাডওএস সংস্করণের মতো দেখতে হবে। এছারাও নতুন ফিচার নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ। যার সাহায্যে সুনির্দিষ্ট মানুষের কাছ থেকে ব্যবহারকারীরা নিজেদের ‘লাস্ট সিন’ স্ট্যাটাস গোপন রাখতে পারবেন।
আনন্দবাজার/ টি এস পি