আমেরিকা আবার নতুন করে এগিয়ে নিতে এক দশমিক ২ ট্রিলিয়ন মার্কিন ডলার অবকাঠামো বিনিয়োগ পরিকল্পনায় স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসে এই বিল ক্ষতিগ্রস্ত মার্কিন অর্থনীতির উন্নতির জন্য একটি ইতিবাচক পদক্ষেপ ও উচ্চাভিলাষী আইনী এজেন্ডা হিসেবে কাজ করবে। এ খবর জানিয়েছে বার্তা সংস্থা বাংলা প্রেস।
বাইডেন সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের জনসাধারণকে প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, “আমেরিকার জনগণের কাছে আমার বার্তা হলো, আমেরিকা আবার এগিয়ে যাচ্ছে, আপনাদের জীবন আরও ভালভাবে পরিবর্তিত হতে চলেছে”।
ওয়াশিংটনে হোয়াইট হাউসের লনে বাইডেন রিপাবলিকান আইন প্রণেতাদের প্রশংসা করেছেন। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং করোনা মহামারীর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট তার জনপ্রিয়তা পুনর্নির্মাণের জন্য রাস্তা, সেতু এবং বৈদ্যুতিক যানবাহনে নতুন বিনিয়োগ করার আশা করছেন।
তিনি রাষ্ট্রপতি হিসাবে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে দেশের মঙ্গলের জন্য কংগ্রেসে বিভক্ত ডেমোক্র্যাট এবং রিপাবলিকানদের মধ্যে ঐক্য গড়ে তুলবেন।কিন্তু মার্কিন জনসাধারণের মধ্যে তার চাকরির অনুমোদনের রেটিং সাম্প্রতিক মাসগুলোতে হ্রাস পেয়েছে। হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এবং সিনেটের রিপাবলিকানরা বিল পাসের সমর্থনে ডেমোক্র্যাটদের সঙ্গে যোগ দিয়েছেন।
আনন্দবাজার/এম.আর