আগামী ১০ ডিসেম্বর জাতীয় ভ্যাট দিবস উপলক্ষে জাতীয় পর্যায়ে ৯টি প্রতিষ্ঠানকে সেরা ভ্যাটদাতার পুরস্কার দিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। উৎপাদন, ব্যবসায় ও সেবা এই তিন ক্যাটাগরিতে পুরস্কার পাবে এসব প্রতিষ্ঠান।
বুধবার (১৭ নভেম্বর) এনবিআরের ভ্যাট বিভাগ থেকে পুরস্কার প্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়। এতে উৎপাদন খাত ক্যাটাগরিতে রয়েছে অ্যারিস্টোফার্মা লিমিটেড, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড ও মেসার্স মায়া বিড়ি ফ্যাক্টরি।
ব্যবসায় শ্রেণিতে এসএম মোটরস, এমকো বাজাজ ইন্টারন্যাশনাল ও ইউনিয়ন মোটরস লিমিটেড এবং সেবা শ্রেণিতে তিন সেরা ভ্যাটদাতা হলো ইডটকো বাংলাদেশ কোং লিমিটেড, গ্রে অ্যাডভার্টাইজিং লিমিটেড ও রবার্ট বস (বাংলাদেশ) লিমিটেড।
এবারের পুরস্কার বিজয়ীদের ২০১৯-২০ অর্থবছরের সর্বোচ্চ ভ্যাট পরিশোধকারী প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত করা হয়েছে। যেসব প্রতিষ্ঠানের ইলেকট্রনিক ব্যবসায় শনাক্তকরণ নম্বর (ইবিআইএন) আছে, ভোক্তাকে নিয়মিত ভ্যাট রসিদ দেয় এবং ভ্যাট আদায় করে তা নিয়মিত সরকারি কোষাগারে জমা দেয়, এমন প্রতিষ্ঠানগুলোকে এ সম্মাননা পাওয়ার উপযুক্ত বলে বিবেচনা করা হয়।
আনন্দবাজার/এম.আর