ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউনি ফান্ড-রেচ ম্যানেজমেন্টের প্রসপেক্টাস অনুমোদন

ইউনি ফান্ড-রেচ ম্যানেজমেন্টের প্রসপেক্টাস অনুমোদন

দুই প্রতিষ্ঠানের খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। অনুমোদন পাওয়া দুই কোম্পানি হলো- এইচএফএএমএল শরিয়াহ ইউনি ফান্ড এবং বাংলাদেশ রেচ ম্যানেজমেন্ট প্রাইভেট। গত মঙ্গলবার বিএসইসির ৭৯৯তম নিয়মিত কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে। বিএসইসির পরিচালক আবু রায়হান মোহাম্মদ মুতাসীম বিল্লাহ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, বে-মেয়াদি এইচএফএএমএল শরিয়াহ ইউনিট ফান্ডের প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে ২৫ কোটি টাকা। যার মধ্যে উদ্যোক্তা হিসেবে এইচএফ অ্যাসেট ম্যানেজমেন্ট লিমেটড ২ কোটি ৫০ লাখ টাকা প্রদান করবে। বাকি ২২ কোটি ৫০ লাখ টকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত থাকবে। ফান্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা। ওই ফান্ডে সম্পদ ব্যবস্থাপক হিসেবে এইচএফ অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড ও ট্রাস্টি হিসেবে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ এবং হেফাজতকারী হিসেবে কাজ করছে ব্র্যাক ব্যাংক।

অপরদিকে, বে-মেয়াদি বাংলাদেশ রেস ম্যানেজমেন্ট প্রাইভেট কোম্পানির ইউনিট ফান্ডের প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে ২৫ কোটি টাকা। যার মধ্যে উদ্যোক্তা হিসেবে এইচএফ অ্যাসেট ম্যানেজমেন্ট লিমেটড ২ কোটি ৫০ লাখ টাকা প্রদান করবে। বাকি ২২ কোটি ৫০ লাখ টকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত থাকবে। ফান্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা। ওই ফান্ডে সম্পদ ব্যবস্থাপক হিসেবে বাংলাদেশ রেস ম্যানেজমেন্ট প্রাইভেট কোম্পানি লিমিটেডের এবং ট্রাস্টি ও হেফাজতকারী হিসেবে কাজ করছে সেন্টাইনল ট্রাস্টি অ্যান্ড কাস্টডিয়াল সার্ভিসেস লিমিটেড।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন