ঢাকা | বুধবার
১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

ষষ্ঠদিনে দুই হাজার কোটি টাকার রাজস্ব আদায়

সপ্তাহব্যাপী আয়কর মেলার ষষ্ঠদিনে আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) আয়কর সংগ্রহ হয় সাড়ে ৩শ’ কোটি টাকা। এ নিয়ে সর্বমোট ২ হাজার কোটি টাকার ওপরে রাজস্ব আদায় করছে মেলার আয়োজক জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআর’র তথ্য অনুযায়ী, মেলার ষষ্ঠদিনে মেলা প্রাঙ্গণ থেকে সেবা নেন ২ লাখ ৫২ হাজার ৮১৫ জন। যার মধ্যে রিটার্ন দাখিল করেন ১ লাখ ১৯ হাজার ১৪৫ জন। আর নতুন ই-টিআইএন নিবন্ধন করেন ৫ হাজার ৩২৫ জন । এদিন আয়কর সংগ্রহ হয় ৩৫৭ কোটি ৭৯ লাখ ৫৫ হাজার ৭৩৪ টাকা।

এর মাধ্যমে মেলার প্রথম ছয়দিনে আয়কর আদায় হয়েছে ২ হাজার ১৬ কোটি ৪৫ লাখ ২১ হাজার ১২০ টাকা। মেলা প্রাঙ্গণ থেকে এই ছয় দিনে সেবা নেন ১৫ লাখ ১২ হাজার ৫৯২ জন। এর মধ্যে রিটার্ন দাখিল করেছেন ৫ লাখ ৩৯ হাজার ৯১০ জন। আর ২৬ হাজার ৮৩১ জন নতুন ই-টিআইন নিবন্ধন করেছেন।

মেলায় আয়কর রিটার্ন দাখিল, ই-টিআইন গ্রহণ, ই-পেমেন্ট, ই-ফাইলিং, ই-পেমেন্টের জন্য ব্যবস্থা রয়েছে। এছাড়াও মেলার বিশেষ আকর্ষণ হিসেবে মোবাইল ব্যাংকিং সুবিধা গ্রহণ করে করদাতারা রকেট, নগদ, বিকাশ ও শিওর ক্যাশের মাধ্যমে আয়কর জমা দিতে পারছেন।

 

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন