ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নতুন ফিচার আনলো হোয়াটসঅ্যাপ

ব্যবহারকারীদের জন্য নতুন দুই ফিচার নিয়ে হাজির হলো মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ। ‘ডিলিট ফর এভরিওয়ান’-এর সময়ের মেয়াদ বাড়ানোর জন্য কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি। এছাড়া ব্যবহারকারীরা এখন থেকে হোয়াটসঅ্যাপ ওয়েব থেকে ছবি এডিট, প্রিভিউ লিঙ্ক করতে পারবেন। এবং হোয়াটসঅ্যাপ ওয়েবে টেক্সট টাইপ করার সময় সাজেশানে স্টিকার পাবেন।

হোয়াটসঅ্যাপের তরফে আইওএস ভার্সনে একটি নতুন ভিডিও প্লেব্যাক ইন্টারফেসের রোল আউট শুরু হয়েছে। যার সাহায্যে ইনস্টাগ্রাম, ইউটিউব এবং এ জাতীয় আরও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ভিডিও নিয়ে কাজ হবে।

হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানায়, গ্রাহকের সার্চ লিস্ট দেখতে পারবে না এবং গ্রাহকের গোপনীয়তা রক্ষা করা তাদের দায়িত্ব।

এর আগে ২০১৭ সালে মেসেজ ডিলিট করার জন্য ‘ডিলিট ফর এভরিওয়ান’ ফিচার চালু করেছিল হোয়াটসঅ্যাপ। এই ফিচারের জন্য প্রাথমিক ভাবে সাত মিনিট সময়সীমা ছিল। এর কয়েকমাস পরে এই সময়সীমা বাড়িয়ে এক ঘণ্টার বেশি করা হয়। এবার শোনা যাচ্ছে ‘ডিলিট ফর এভরিওয়ান’ ফিচারের ক্ষেত্রে সময়সীমা আরও বাড়ানো হবে।

আনন্দবাজার/ টি এস পি

সংবাদটি শেয়ার করুন