ঢাকা | শনিবার
২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজতন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল থাইল্যান্ড

রাজতন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল থাইল্যান্ড

রাজতন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে থাইল্যান্ড। রাজপরিবারের সংস্কারের দাবিকে অবৈধ বলে রবিবার রায় দেয় দেশটির আদালত। এর পরপরই দেশজুড়ে বিক্ষোভে নামেন দেশটির সাধারণ জনগণ।

ব্যাংককে পুলিশের সঙ্গে সংঘর্ষে এসময় বেশ কয়েকজন আহত হয়।

বিক্ষোভকারীরা জানান, সম্প্রতি রাজার ক্ষমতা বাড়ায় গণতন্ত্র থেকে নিরঙ্কুশ রাজতন্ত্রে ফিরে যাচ্ছে দেশটি। রাজতন্ত্র সংস্কার মানেই বিলুপ্তি নয় বলেও জানান তারা। এসময় বিক্ষোভকারীরা পুলিশি বাঁধা ভেঙে জার্মান দূতাবাসের সামনে জড়ো হন।

দেশটির আইন অনুযায়ী রাজতন্ত্রের অবমাননার দায়ে যে কারো সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। এখন পর্যন্ত এই আইনে শতাধিক মানুষ সাজাও ভোগ করছেন।

আনন্দবাজার/এম.আর

সংবাদটি শেয়ার করুন