ঢাকা | বৃহস্পতিবার
১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

‘শপস ইন গ্রুপস’ ফিচার আনছে ফেসবুক

প্রতিনিয়ত ব্যবহারকারীদের জন্য নতুন নতুন ফিচার আনছে বিশ্বের অন্যতম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। কিছুদিন আগেই গ্রুপ থেকে আয়ের নতুন উপায়ের কথা জানায় ফেসবুক। এবার ‘শপস ইন গ্রুপস’ নামের শপিং ফিচার আনার ঘোষণা দিয়েছে ফেসবুক।

নতুন শপিং ফিচার ‘শপস ইন গ্রুপস’ এর পাশাপাশি নির্মাতাদের জন্য পণ্য পরামর্শ ও ‘লাইভ শপিং’ পরীক্ষা করে দেখছে ফেসবুক।

নতুন ফিচারটির সাহায্যে ফেসবুক গ্রুপের অ্যাডমিনরা নিজেদের সংশ্লিষ্ট ফেসবুক পেজে অনলাইন স্টোর স্থাপন করতে পারবেন। এছাড়া আয় হওয়া অর্থ কোনো অলাভজনক খাতে যাবে, নাকি তাদের হাতে আসবে সেটাও ঠিক করে দিতে পারবেন তারা।

ফেসবুকের মালিক প্রতিষ্ঠান মেটা’র ‘প্রডাক্ট ম্যানেজমেন্ট’ বিভাগের ভাইস প্রেসিডেন্ট ইউলি কেওন কিম জানান, অনেক গ্রুপ অ্যাডমিনই স্বেচ্ছাসেবক। এই ‘শপ’ থেকে তারা নিজেদের কাজের জন্য আয়ের পথ বের করে নিতে পারবেন।

তিনি জানান, আয়ের অর্থ সরাসরি গ্রুপ অ্যাডমিনের হাতে যাবে। তারা সিদ্ধান্ত নিবেন এই অর্থ তারা কীভাবে ব্যবহার করবেন। এটি গ্রুপকে টিকিয়ে রাখা ও চলমান রাখার ভালো একটি উপায়।

টেক ক্রাঞ্চের প্রতিবেদন থেকে জানা যায়, এ মাসের শুরুতে ফেসবুক কমিউনিটিস সামিটে ‘শপস’, ‘ফান্ডরেইজার’স’ এবং ‘সাবস্ক্রিপশন’-এর মতো ‘গ্রুপ মনিটাইজেশন’ ফিচারটি আনার ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠানটি।

আনন্দবাজার/ টি এস পি

সংবাদটি শেয়ার করুন