ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চা উৎপাদন কমেছে কেনিয়ায়

কেনিয়ার বৈদেশিক মুদ্রা আয়ের দ্বিতীয়বৃহৎ খাত হচ্ছে চা শিল্প। কিন্তু এ বছরের শুরু থেকে মাত্রাতিরিক্ত গরম ও শুষ্ক আবহাওয়ার কারণে কেনিয়ার চা উৎপাদনে মন্দাভাব দেখা দিয়েছে। এরই ফলশ্রুতিতে বছরের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) দেশটিতে পানীয় পণ্যটির উৎপাদন ৮ দশমিক ৫ শতাংশ কমেছে। খবর দ্য স্ট্যান্ডার্ড।

কেনিয়া টি ডিরেক্টরেটের তথ্য ভিত্তিতে, এ সময় দেশটির বাগানগুলো থেকে ৩১ কোটি ৬৮ লাখ কেজি চা সংগ্রহ করা হয়েছে। আগের বছরের একই সময় পানীয় পণ্যটির উৎপাদনের পরিমাণ ছিল ৩৪ কোটি ৬২ লাখ ৩০ হাজার কেজি। সে হিসাবে এক বছরের ব্যবধানে কেনিয়ায় চা উৎপাদন কমেছে ২ কোটি ৯৪ লাখ ৩০ হাজার কেজি বা সাড়ে ৮ শতাংশ।

দেশটির খাতসংশ্লিষ্ট একটি শিল্পপ্রতিষ্ঠান জানায়, বছরের শুরু থেকে কেনিয়ায় মাত্রাতিরিক্ত গরম ও শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। ফলে পর্যাপ্ত বৃষ্টিপাতের অভাবে পানীয় পণ্যটির ফলন ও মান নিম্নমুখী রয়েছে। কেনিয়ার পশ্চিম রিফট অঞ্চলের চা বাগানগুলো সর্বাধিক ক্ষয়ক্ষতির স্বীকার হয়েছে।

এ অঞ্চলে পানীয় পণ্যটির উৎপাদন কমেছে ৯ দশমিক শূন্য ৮ শতাংশ। আর পূর্ব রিফট এলাকায় চা উৎপাদন কমেছে ৮ দশমিক ৪৮ শতাংশ।

 

 

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন