ঢাকা | শনিবার
২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রণোদনা পাবে দেশের আরো ৪ টি খাত

চলতি অর্থবছরে (২০২১-২২) নতুন চারটি পণ্য রফতানিতে ৪ শতাংশ নগদ সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এগুলো হলো- দেশে উৎপাদিত চা, বাইসাইকেল ও এর পার্টস, এমএস স্টিল প্রোডাক্টস এবং সিমেন্ট শিট। এর ফলে দেশের মোট ৪৩ টি পণ্য ও খাত রফতানিতে পেতে চলেছে নগদ সহায়তা।

বুধবার (১০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক চারটি সার্কুলার জারি করেছে। একই সঙ্গে বিশেষায়িত অঞ্চলের সব ক্যাটাগরিভুক্ত প্রতিষ্ঠান দেশের বাইরে সংশ্লিষ্ট অন্যান্য পণ্য রফতানির ক্ষেত্রে ১ শতাংশ রফতানি প্রণোদনা পরিশোধের বিষয়েও পৃথক একটি সার্কুলার জারি করা হয়েছে।
জারি করা সার্কুলারগুলোতে স্থানীয় মূল্য সংযোজনের হার ৩০ শতাংশের অধিক হতে হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

অপরদিকে চা, বাইসাইকেল ও এর পার্টস, এমএস স্টিল প্রোডাক্টস এবং সিমেন্ট শিট রফতানির ক্ষেত্রে রফতানি প্রণোদনা ও ডিউটি ড্র-ব্যাক বা শুল্ক বন্ড সুবিধা এক সঙ্গে পাবে না বলে জানানো হয়েছে।

সব ক্ষেত্রে রফতানি প্রণোদনা দেওয়া হবে রফতানি করা পণ্যের হ্যান্ডেলিং, মানোন্নয়ন, প্রক্রিয়াজাতকরণ ব্যয় এবং অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পরিবহন এবং ফ্রেইট চার্জ পরিশোধজনিত ব্যয়ের বিপরীতে ডব্লিউটিও বিধি অনুযায়ী।

আনন্দবাজার/মেখ

সংবাদটি শেয়ার করুন