ফারুকীর নতুন চলচ্চিত্র ‘নো ল্যান্ডস ম্যান’ এ অভিনয় করবেন তাহসান খান। ছবিটির প্রধান চরিত্রের জন্য তাকে নির্বাচিত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন চলচ্চিত্রটির পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী।
‘নো ল্যান্ডস ম্যান’ এর চিত্রনাট্য এর আগে একাধিক ফেস্টিভ্যালে ফান্ড জিতেছে। ২০১৪ সালে বুসান ফিল্ম ফেস্টিভালে এশিয়ান প্রজেক্ট মার্কেটে নির্বাচিত হয় চলচ্চিত্রটি। সেই বছরই নভেম্বরে ভারতের এনএফডিসি আয়োজিত ফিল্ম বাজারে শ্রেষ্ঠ প্রজেক্টের পুরস্কার এবং ডিসেম্বরে মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন অফ আমেরিকা এবং এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ড এর যৌথ উদ্যোগে দেয়া অ্যাপসা ফিল্ম ফান্ড জিতে নেয়।
‘নো ল্যান্ডস ম্যান’ চলচ্চিত্রটি নির্মিত হবে ইংরেজি ভাষায়। এতে বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী অন্যতম একটি চরিত্রে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করবেন। গুরুত্বপূর্ণ নারী চরিত্রে থাকবেন অস্ট্রেলিয়ান অভিনেত্রী মিশেল মেগান। এতে আরো দেখা যাবে বাংলাদেশি অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে। চলচ্চিত্রটিতে অন্যতম প্রযোজক হিসেবেও থাকছেন গুণী এই অভিনেত্রী।
‘নো ল্যান্ডস ম্যান’ এ কাজ করা নিয়ে তাহসান বলেন, ‘যদি একদিন’ এর পর আবার সিনেমায় কাজ করতে যাচ্ছি। আগামী বছরের শুরুর দিকে শুটিং শুরু হবে। আশা করছি দারুন একটি কাজ হবে।
নওয়াজউদ্দিন এবং তিশা ছাড়াও চলচ্চিত্রটি প্রযোজনা করবেন বাংলাদেশের স্কয়ার গ্রুপের অঞ্জন চৌধুরী, আমেরিকান প্রযোজক শ্রীহরি শাথে, মোস্তফা সরয়ার ফারুকী। এছাড়াও চলচ্চিত্রটি সহ-প্রযোজনা করবে বঙ্গ।
আনন্দবাজার/ডব্লিউ এস