ঢাকা | শুক্রবার
২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

এক বছরের ব্যবধানে চীনের কয়লা

চীনের কয়লা

চীনে স্মরণকালে যে বিদ্যুৎ সংকট দেখা দিয়েছিল তা শিথিল হতে শুরু করেছে। এর মধ্যেই অক্টোবরে দেশটি গত বছরের একই সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ কয়লা আমদানি করেছে। দেশটির শুল্ক বিভাগ এ তথ্য জানিয়েছে। খবর সিএনবিসি।

চীনের শীর্ষস্থানীয় তথ্য সেবাদাতা প্রতিষ্ঠান ওয়াইন্ড ইনফরমেশনের তথ্য বলছে, অক্টোবরে বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশটির কয়লা আমদানি ৯৬ দশমিক ২ শতাংশ বেড়েছে। আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ৬৯ লাখ টনে। যদিও এটি চলতি বছরের সেপ্টেম্বরের তুলনায় ১৮ দশমিক ২ শতাংশ কম।

গত মাসে যুক্তরাষ্ট্র চীনের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার হিসেবে নিজেদের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। অস্ট্রেলিয়া একসময় কয়লা আমদানিতে চীনের প্রধান উৎস ছিল। কিন্তু বাণিজ্য যুদ্ধের কারণে দেশটি থেকে কয়লা আমদানি গত বছরের অক্টোবরের তুলনায় ২৪ দশমিক ৩ শতাংশ কমেছে। অন্যদিকে সেপ্টেম্বরের তুলনায় কমেছে ৫০ দশমিক ৭ শতাংশ।

এদিকে সংকট মোকাবেলায় কয়লা উত্তোলন বাড়াচ্ছে চীন। চলতি মাসে দৈনিক ১ কোটি ২০ লাখ ৫০ হাজার টন কয়লা উত্তোলনের রেকর্ড গড়েছে দেশটি। উত্তোলন ও আমদানি বাড়তে থাকায় স্থানীয় বাজারে জ্বালানি পণ্যটির দামও কমছে।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন