রাজবাড়ীর গোয়ালন্দের পদ্মা নদীতে জেলের জালে ৩৯ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে। আজ শনিবার সকাল সাতটার দিকে উপজেলার দৌলতদিয়ার ঢালার চর এলাকার পদ্মা নদীর মোহনা থেকে স্থানীয় জেলে আবদুল মোতালেব হালদার মাছটি ধরেন। পরে মাছটি ১ হাজার ৪৮০ টাকা কেজিদরে মোট ৫৭ হাজার ৭২০ টাকায় বিক্রি করা হয়েছে।
জেলে আবদুল মোতালেব হালদার বলেন, আজ খুব ভোরে কয়েকজন জেলের সঙ্গে তিনি নদীতে মাছ ধরতে যান। প্রথমে কয়েকবার জাল ফেলে তেমন মাছ না পেলেও, সকাল সাতটার দিকে জাল তুলতেই দেখেন, জালে বিশাল আকারের একটি বাগাড় মাছ আটকা পড়েছে।
পরে আবদুল মোতালেব সকাল আটটার দিকে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ে আসেন। সেখানে মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ মাছটি ১ হাজার ৪০০ টাকা কেজিদরে মোট ৫৪ হাজার ৬০০ টাকায় কিনে নেন। পরে শাহজাহান শেখ আবার মাছটি ১ হাজার ৪৮০ টাকা কেজিদরে মোট ৫৭ হাজার ৭২০ টাকায় ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেন।
গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ বলেন, এত বড় আকারের মিঠাপানির সুস্বাদু মাছ এখন মাঝেমধ্যেই নদীতে ধরা পড়ছে। তবে আগামী প্রজন্মের জন্য মাছের স্থায়ী অভয়াশ্রম করা গেলে এ মাছের সংখ্যা আরও বৃদ্ধি পেত।
আনন্দবাজার/শহক