দৈনিক ১ কোটি ২০ লাখ ৫ হাজার টন কয়লা উত্তোলনের রেকর্ড গড়ল চীন। গত ১০ নভেম্বর আগের সর্বোচ্চ উত্তোলনের চেয়ে ১ লাখ ২০ হাজার টন অধিক কয়লা উত্তোলন করেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি। কয়লার দাম বৃদ্ধিতে উত্তোলন বৃদ্ধির সরকারি নির্দেশনার পর নতুন এ রেকর্ড গড়ল চীন। খবর রয়টার্স।
চীনের ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন তাদের অফিশিয়াল উইচ্যাট অ্যাকাউন্টে জানায়, চীনের গুরুত্বপূর্ণ কয়লা বিদ্যুৎকেন্দ্রগুলোতে তাপবিদ্যুতের জন্য ১২ কোটি ৩০ লাখ টন কয়লার মজুদ রয়েছে, যা ২১ দিন ব্যবহার করা যাবে।
গত ১০ নভেম্বর উত্তরাঞ্চলীয় বন্দরগুলোতে কয়লার মজুদ ছিল ২ কোটি ৪০ লাখ টন, যা নির্ধারিত মাত্রার চেয়ে ৪০ লাখ টন বেশি। এর মধ্যে উত্তরাঞ্চলীয় প্রদেশ হেবেইর কিংহোয়াংদো বন্দরেই মজুদ ছিল ৫৬ লাখ ৫০ হাজার টন কয়লা। চলতি মাসের শুরুর মজুদের তুলনায় যা ৬ লাখ টন বেশি।
শুক্রবার ভবিষ্যৎ সরবরাহ বাজারে চীনের থার্মাল কয়লার দাম ৩ দশমিক ৩ শতাংশ কমে টনপ্রতি ৮৬৭ ইউয়ানে দাঁড়িয়েছে।
আনন্দবাজার/শহক