ঢাকা | শুক্রবার
২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

১০ হাজার মানুষের কর্মসংস্থানের হাতছানি

  • প্রকল্প ব্যয় ১৭২ কোটি টাকা
  • ৮০ শতাংশ কাজ সম্পন্ন

রাজশাহীতে নির্মিত হচ্ছে বিসিক শিল্পনগরী-২ প্রকল্প। এ প্রকল্পের কাজ প্রায় সম্পন্নের পথে। শিল্পনগরীটি চালু হলে এ অঞ্চলে নতুন ২৯৬টি শিল্প কারখানা স্থাপনসহ ১০ হাজার মানুষের কর্মসংস্থান হবে। এতে রাজশাহীতে অর্থনীতি ও কর্মসংস্থানে বড় এক জোয়ার সৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শিক্ষানগরী রাজশাহীতে শিল্প কারখানার বেশ অভাব। সেজন্য এ অঞ্চলের মানুষ যে হারে শিক্ষিত হচ্ছে সেই হারে কর্মসংস্থানে প্রবেশ করতে পারছে না।কর্মসংস্থানের জন্য তাদের ছুটতে হয় রাজধানী ঢাকাসহ দেশের অন্যসব জেলায়। এ প্রেক্ষপট পরিবর্তনে চেষ্টা চালিয়ে যাচ্ছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। শিল্পাঞ্চল প্রতিষ্ঠা ও বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বিসিক শিল্পনগরী-২ স্থাপনে রাসিক মেয়র আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। তার প্রচেষ্টায় অবশেষে ‘রাজশাহী বিসিক শিল্পনগরী-২’ প্রকল্প অচিরেই আলোর মুখ দেখতে যাচ্ছে।

আর এটি চালু হলে রাজশাহী অঞ্চলের শিল্পায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। পাশাপাশি বিশেষায়িত একটি শিল্পনগরী স্থাপনের মাধ্যমে রাজশাহীর জনগণের দীর্ঘদিনের আকাঙ্খাও পূরণ হবে।

রাসিক’র মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন তার নির্বাচনী প্রতিশ্রæতি অনুযায়ি ২০২০ সালের ৪ জুলাই রাজশাহী বিসিক শিল্পনগরী-২ প্রকল্পের ভূমি উন্নয়ন কাজের উদ্বোধন করেন। এ প্রকল্পটি শেষ হলে এ অঞ্চলের প্রায় ১০ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে বিসিক’র উর্ধ্বতন কর্মকর্তরা আশা করছেন।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থার (বিসিক) উদ্যোগে রাজশাহীর পবা উপজেলার কেচুয়াতৈল এলাকায় বাস্তবায়নাধীন ‘বিসিক শিল্পনগরী-২’ প্রকল্পের কাজ চলছে। পঞ্চাশ একর জমিতে ১৭২ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্পের প্রায় ৮০ শতাংশের বেশি কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।

এমনকি অতিমারী করোনায় (কভিড-১৯) ‘বিসিক শিল্পনগরী-২’ প্রকল্পের কাজের গতি শ্লথ করতে পারেনি। বিসিক-পরিচালনা পর্ষদের সময়োপযোগি মনিটরিং অব্যাহত থাকায় করোনাকালেও প্রকল্পের কাজে গতি দুর্বার হওয়ায় প্রকল্প-কাজ সমাপ্তির পথে। বাস্তবায়নাধীন এ প্রকল্পের ভূমি উন্নয়ন কাজ ও বাউন্ডারি ওয়াল নির্মাণ ইতোমধ্যে শেষ হয়েছে। ড্রেনসহ অন্যান্য স্থাপনা ও অবকাঠামো নির্মাণের কাজ চলছে।

রাজশাহী বিসিক শিল্পনগরী-২ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১৭২ কোটি টাকা। এরমধ্যে ভূমি ও ভূমি উন্নয়ন ব্যয় ১০৫ কোটি টাকা। বাকি ৬৭ কোটি টাকায় শিল্প স্থাপনের সকল অবকাঠামো নির্মাণ, রাস্তা, ড্রেন, কালর্ভাট নির্মাণ, পানি, গ্যাস ও বিদ্যুৎলাইন সংযোগ, সীমানা প্রাচীর, পাম্প হাউজিং, অফিস, পানি সংরক্ষণের জন্য পুকুর ইত্যাদি স্থাপন করা হচ্ছে। চলতি বছরের (২০২১) ডিসেম্বরের মধ্যে এ প্রকল্পের বাস্তবায়ন-কাজ সম্পন্ন করার কথা রয়েছে।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্পসংস্থার (বিসিক) ভারপ্রাপ্ত উপ মহাব্যবস্থাপক জাফর বায়েজীদ বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে। তবে বিদ্যুৎ ও গ্যাস সংযোগের বিষয়টি আমাদের হাতে নেই। এ দুই সংযোগ নিয়েও কাজ চলছে।

বিসিক রাজশাহীর ভারপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক জাফর বায়েজীদ জানান, রাজশাহী বিসিক শিল্পনগরী-২ প্রকল্পে সর্বমোট ২৯৬টি প্লট আছে। তিন ক্যাটাগরিতে এ প্লট নির্মাণ করা হয়েছে। এ ক্যাটাগরির প্লট ৬ হাজার স্কয়ার ফিট, বি ক্যাটাগরিতে প্লট ৪ হাজার ৫০০ স্কয়ার ফিট ও স্পেশাল প্লটগুলো ৩ হাজার থেকে ৭ হাজার স্কয়ার ফিট। তিনি বলেন, আমরা আশা করছি এ বিসিক শিল্প এলাকা চালু হলে এ অঞ্চলের ১০ হাজার মানুষের কর্মসংস্থান হবে। এ কর্মসংস্থানের সংখ্যা আরো বাড়তে পারে। সেটি নির্ভর করছে কি ধরনের শিল্প স্থাপন করা হচ্ছে তার উপরে।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন