মোংলা বন্দরে নাব্য সংকটে সময়মতো ভিড়তে পারছে না বিদেশি বাণিজ্যিক জাহাজ। এতে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের আমদানিকৃত মালামাল নিয়ে দুই দিন ধরে বন্দরের ফেয়ারওয়ে এলাকায় অবস্থান করছে একটি বিদেশি জাহাজ।
বিদেশি জাহাজ এমভি এসটিএল হারভেস্টের স্থানীয় শিপিং এজেন্ট কিউএনএসের খুলনার ম্যানেজার মো. নাজমুল জানান, পানামার পতাকাবাহী এমভি এসটিএল হারভেস্ট ভারত থেকে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের তিনহাজার ৯০০ মেট্টিক টন মালামাল নিয়ে গত সোমবার সকাল ৯টার দিকে মোংলা বন্দরের ফেয়ারওয়েতে আসে। ফেয়ারওয়েতে আসার আগের দিন রোববার জাহাজটি বন্দর জেটিতে আনার জন্য পাইলট বুকিং দেওয়া হয়েছে। কিন্তু বন্দর জেটিতে পর্যাপ্ত পরিমাণ গভীরতা না থাকায় কর্তৃপক্ষ জাহাজটি আনতে পারছে না। বন্দর জেটির শুধু ৯ নম্বরে নাব্যতা রয়েছে। সেখানেও বর্তমানে আরও একটি জাহাজ রয়েছে। এ ছাড়া ৭ ও ৮ নম্বরেও রয়েছে নাব্য সংকট। ফলে সময় মতো জাহাজটি জেটিতে আনতে পারছে না বন্দর কর্তৃপক্ষ।
আরও পড়ুন:সিএনজিচালিত বাসে স্টিকার লাগানোর নির্দেশ
গুরুত্বপূর্ণ রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে আসা জাহাজটি জেটিতে আনতে না পারায় এবং দ্রুত খালাস করতে না পারলে বিদ্যুৎকেন্দ্রের চলমান কার্যক্রম বিঘ্নিত হবে।
চলতি মাসের ১৫ তারিখেও রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে একটি বিদেশি জাহাজ এ বন্দরে আসবে। তবে জেটিতে যে নাব্য সংকট রয়েছে, তাতে জাহাজ আনা ও পণ্য খালাসে কী অবস্থা হবে; তা এখন বলতে পারছি না।
বাজার/এম.আর