শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

রফতানি বন্ধের কারণে পাট ব্যবসায় ধস

একের পর এক রফতানি বন্ধের সিদ্ধান্তের কারনেই কাঁচাপাট ব্যবসায় ধস নেমেছে । গতকাল পাট রফতানিকারকদের সংগঠন বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন (বিজেএ) এর চেয়ারম্যান শেখ সাঈদ আলী নারায়ণঞ্জে আফজাল হোসেন মিলনায়তনে ৫৩তম সভায় (এজিএম) সভাপতির বক্তব্যে এসব কথা বলেন ।

তিনি বলেন, বাংলাদেশে ৭০ থেকে ৮০ লাখ বেল কাঁচাপাট উৎপাদন হয়। ৪০ থেকে ৫০ লাখ বেল জুট স্পিনিং কারখানাগুলোতে দরকার হয় । কিন্তু একটি চক্র বরাবরের মত সরকারকে ভুল বুজিয়ে পাট রফতানি বন্ধ করার কারনে হারিয়ে গেছে অনেক পাট ব্যবসায়ী । এখন পর্যন্ত সরকার পাঁচবার কাঁচাপাট রফতানি বন্ধে ঘোষনা দিয়েছে । আর এতে দেউলিয়া হয়েছে অনেক ব্যবসায়ী ।

এ সভায় নবনির্বাচিত সিনিয়ির ভাইস চেয়ারম্যান আরজু রহমান ভূইয়ার সঞ্চালনায় অন্যদের ভিতর উপস্থিত ছিলেন বাংলাদেশ জুট অ্যাসেসিয়েশনের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ শিপার্স কাউন্সিলের চেয়ারম্যান মো. রেজাউল করিম ।

আনন্দবাজার/এফআইবি

আরও পড়ুনঃ  “চীনের সাথে বাণিজ্য চুক্তির খুব কাছাকাছি আমেরিকা” - ট্রাম্প

সংবাদটি শেয়ার করুন