সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক সামান্য বেড়েছে। একইদিন বেলা সোয়া ১২টা পর্যন্ত ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৯ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক সিএসসির বেড়েছে ৩ পয়েন্ট।
এছাড়াও একই সময়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১৬২ কোটি ৬৩ লাখ টাকা। আর গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১০৮ কোটি ৪০ লাখ টাকা। ডিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
রবিবার(১৭ নভেম্বর) ডিএসইতে লেনদেনের শুরু হয় সকাল সাড়ে ১০টায়। বেলা সাড়ে ১১টায় সূচক ৫ পয়েন্ট বাড়ে এবং বেলা সোয়া ১২টায় সূচক ৯ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৪ হাজার ৭১৯ পয়েন্টে।
অন্যদিকে, ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৬৪০ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক এক পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৮১ পয়েন্টে।
এদিন বেলা সোয়া ১২টা পর্যন্ত ডিএসইতে দাম বৃদ্ধি পাওয়া শীর্ষ দশ কোম্পানির তালিকায় আছে- ন্যাশনাল টিউবস, বাংলাদেশ সাবমেরিন কেবল, লংকা-বাংলা ফাইন্যান্স, সোনারবাংলা ইনস্যুরেন্স, রূপালী লাইফ ইনস্যুরেন্স, গ্লোবাল ইনস্যুরেন্স, ওয়াটা কেমিক্যাল, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, স্ট্যান্ডার্ড সিরামিকস এবং ন্যাশনাল পলিমার।
অন্যদিকে, একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক ৩ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৭১১ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ৫৮ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৬৬১ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক এক পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৩২৮ পয়েন্টে অবস্থান করছে।
এদিন বেলা সোয়া ১২টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৪ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
একই সময়ে দাম বাড়ার ভিত্তিতে সিএসই’র শীর্ষ কোম্পানিগুলো হলো- মেঘনা সিমেন্ট, সিলকো ফার্মা, মোজাফফর হোসেন স্পিনিং মিল, আরডি ফুড, মিরাকেল ইন্ডাস্ট্রিজ, কনফিডেন্স সিমেন্ট, আরএন স্পিনিং, বঙ্গজ, লিবরা ইনফিউশন এবং আনলিমা ইয়ার্ন।
আনন্দবাজার/ইউএসএস