ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতে বিধিনিষেধ কঠোর করার নির্দেশ, অক্টোবরে আসছে তৃতীয় ঢেউ

আগামী অক্টোবরেই ভারতে আছড়ে পড়বে কোভিডের তৃতীয় ঢেউ। তাই, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ এবং সেন্টার ফর ভাইরাল ডিজিজ-এর পরামর্শ মেনে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় আসম্ন উৎসবের মৌসুমে কোভিড বিধি আরো কঠোরভাবে জারি করার জন্য রাজ্যগুলিকে নির্দেশ পাঠিয়েছে।

উৎসবের মৌসুমে যে কোনো জমায়েতই বড় বিপদ ডেকে আনতে পারে বলে ধারণা। উৎসব আরও একবছর নমো নমো করে সারা যেতে পারে কিন্তু দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে আর বিপন্ন করা যায় না বলে অভিমত বিশেষজ্ঞদের। তবে, তারা মনে করছেন যে, তৃতীয় ঢেউ দ্বিতীয় ঢেউ এর মত বিপজ্জনক হবে না। তুলনামূলক ভাবে কম সংখ্যক মানুষ এই তৃতীয় ঢেউতে আক্রান্ত হবে।

এরইমাঝে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সোমবার নবান্নে ঘোষণা করেছেন যে পুজোর ছুটির পর স্কুল-কলেজ খুলবে। কোভিডের কারণে ২০২০ সালের মার্চ থেকে রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানগুলি বন্ধ আছে। মুখ্যমন্ত্রী অবশ্য জানিয়েছেন, কোভিড পরিস্থিতির আর অবনতি না হলে তবেই স্কুল কলেজ খোলা হবে।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন