ডিজিটাল দুনিয়ার আসক্তি থেকে মানুষকে মুক্তি দিতে ‘কাগজের ফোন’ আনল গুগল।
স্মার্টফোনের আসক্তি কাটাতেই অভিনব এই ‘পেপার ফোন’ নিয়ে এসেছে বিশ্বসেরা তথ্যপ্রযুক্তি সংস্থা গুগল। ‘ডিজিটাল ওয়েলবিং এক্সপেরিমেন্টস’ প্রজেক্টের তৈরি এই পেপার ফোন।
তবে নাম শুনে কাগজের ফোন মনে হলেও আদতে এটি একটি অ্যাপ। দৈনন্দিন জীবনের সমস্ত প্রয়োজনীয় তথ্য একসঙ্গে সংরক্ষণ করে রাখা যাবে এই অ্যাপটির মধ্যে।
ইতিমধ্যে গুগলের তরফ থেকে এই অ্যাপটিকে ‘ডিজিটাল ডিটক্স’ বলে অভিহিত করা হয়েছে। ডিজিটাল দুনিয়া থেকে যারা মুক্তি পেতে চান তাদের জন্যই এই উদ্যোগ নিয়েছে গুগল কর্তৃপক্ষ।
গুগল বলেছেন, যারা প্রযুক্তির সঙ্গে সামাজিক জীবনেও সমানভাবে বিচরণ করতে চান, তাদের জন্যই এই অ্যাপটি আনা হয়েছে।
আনন্দবাজার/একে