ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

স্থিতিশীল থাকবে চালের বৈশ্বিক উৎপাদন

প্রতিকূল পরিবেশের কারনে এবার কৃষিপণ্য উৎপাদন ব্যাহত হয়েছে বিশ্বের অনেক দেশেই। এতে ইন্দোনেশিয়া, ফিলিপাইনসহ বিশ্বের শীর্ষ চাল উৎপাদনকারী দেশগুলোয় কৃষিপণ্যটির ফলন, আবাদ ও উৎপাদনে মন্দা ভাব বজায় রয়েছে।

কিন্তু মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) সর্বশেষ মাসভিত্তিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯-২০ মৌসুম শেষে খাদ্যপণ্যটির বৈশ্বিক উৎপাদন আগের বছরের মতোই থাকবে। মূলত ভারতে বাম্পার ফলনের জেরে খাদ্যপণ্যটির বৈশ্বিক উৎপাদন অপরিবর্তিত থাকবে।

ওয়ার্ল্ড মার্কেটস অ্যান্ড ট্রেড ফর নভেম্বর প্রতিবেদনে ইউএসডিএ জানায়, চলতি মাসে চালের বৈশ্বিক উৎপাদন আগের মাসের তুলনায় অপরিবর্তিত থাকবে। ইন্দোনেশিয়া ও ফিলিপাইনে স্বল্প ফলন অব্যাহত থাকলেও এর বিপরীতে ভারতে কৃষিপণ্যটির উৎপাদনে চাঙ্গা ভাব বজায় থাকবে। এতে মৌসুম শেষে চালের বৈশ্বিক উৎপাদন আগের মৌসুমের মতোই থাকবে।

আনন্দবাজার/ফাহির

সংবাদটি শেয়ার করুন