ঢাকা | বৃহস্পতিবার
১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাড়ছে বড় ‘মাছচাষীদের’ আয়কর

মাছ চাষে ৩০ লাখ টাকার বেশি আয় করলেই তার ওপর ১৫ শতাংশ হারে কর আরোপের প্রস্তাব রাখা হচ্ছে আসন্ন বাজেটে। বর্তমানে মাত্র ২০ লাখ টাকার ওপর আয় করলেই তাতে ১০ শতাংশ হারে কর দিতে হয়।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, বিভিন্ন খাত থেকে আয়কৃত অর্থ অনেক প্রভাবশালী ব্যক্তিরা মৎস খাতের আয় হিসেবে দেখায়। যাতে করে কম আয়কর প্রদান করতে হয়। কারণ ব্যক্তি আয়করের সর্বোচ্চ করহার হলো ২৫ শতাংশ।

এমন অভিযোগের প্রেক্ষিতেই অর্থ মন্ত্রণালয় মৎস খাতের আয়ের ওপর নতুন করে করহার নির্ধারণ (থ্রেশহোল্ড) করছে।

জানা গেছে, বিদ্যমান আইনে মৎস খাতে আয়ের প্রথম দশ লাখ টাকার ওপর কোন আয়কর দিতে হয়না এবং পরবর্তী ১০ লাখের ওপর ৫ শতাংশ হারে আয়কর দিতে হয়। যা ২০২১-২২ অর্থবছরের বাজেটেও অপরিবর্তিত থাকবে।

বর্তমান আইনে প্রথম বিশ লাখ টাকার পরবর্তী অবশিষ্ট আয়ের ওপর ১০ শতাংশ হারে কর দেয়ার বিধান রয়েছে। যা আগামী বাজেটে পরিবর্তন করে নতুন একটি থ্রেশহোল্ড যুক্ত করা হচ্ছে। নতুন থ্রেশহোল্ড অনুযায়ী প্রথম ২০ লাখের পরবর্তী ১০ লাখ টাকা আয়ের ওপর ১০ শতাংশ এবং পরবর্তী অবশিষ্ট আয়ের ওপর ১৫ শতাংশ হারে কর ধার্য করা হচ্ছে।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন