ঢাকা | রবিবার
২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ইসরায়েলের বিমান হামলায় মৃত্যু বেড়ে ১৩২

ফিলিস্তিন ও ইসরায়েলিদের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। সোমবার থেকে ফিলিস্তিনে ইসরায়েলের বিমান হামলায় মৃত্যু বেড়ে হয়েছে ১৩২। আহতের সংখ্যা সাড়ে নয় শতাধিক ছাড়িয়েছে।

অশান্ত গাজায় ভয়াবহ রূপ নিচ্ছে সহিংসতা; পুড়ছে জনপদ, বাড়ছে হতাহত। গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। হামাস ইসরায়েলে চালিয়েছে পাল্টা রকেট হামলা।

ফিলিস্তিনের ধর্ম মন্ত্রণালয় জানায়, ইসরায়েলের বিমান হামলায় ধসে গেছে একটি মসজিদ। ইসরায়েলের দক্ষিণাঞ্চলের দুটি প্রধান শহরে বাসিন্দাদের সাইরেন বাজিয়ে সতর্ক করে দেয়া হয়। রকেট হামলার দায় স্বীকার করেছে হামাস।

কয়েক দিন ধরে চলা বিমান হামলার মধ্যেই শুক্রবার (১৪ মে) গাজার বাইরে অবস্থান নিয়ে ফিলিস্তিনিদের ঘর-বাড়ি লক্ষ্য করে গোলা ছুড়েছে ইসরায়েল। শুক্রবার ভোরে সাঁড়াশি অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। এতে ১৬০ যুদ্ধবিমানের সঙ্গে ট্যাংক বহরও অংশ নেয়। ৪০ মিনিটের এই অভিযানে ১৩ ফিলিস্তিনি নিহত হয় বলে গাজার চিকিৎসা কর্মকর্তারা জানায়।

গাজার বিপরীত দিকে ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে সাত ফিলিস্তিনি নিহত হয়।

শুক্রবার পশ্চিম তীরেও ইসরায়েলি সেনাদের গুলিতে চার ফিলিস্তিনি নিহত হয়। সেখানে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে একশ’র বেশি ফিলিস্তিনি আহত হয়।

আআনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন