ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশের পরিবহন ও সরবরাহ ব্যবস্থার পুনর্গঠন চায় বিশ্বব্যাংক

বাংলাদেশের অর্থনীতির চাহিদা মেটাতে এবং রফতানি প্রবৃদ্ধি বাড়ানোর জন্য পরিবহন ও সরবরাহ ব্যবস্থার উন্নয়ন করতে হবে।এমনটি দাবি করা হয়েছে বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে।

বুধবার (১৩ নভেম্বর) রাজধানীর অভিজাত একটি হোটেলে ‘কানেক্টিভিটি অ্যান্ড লজিস্টিকস টু সাসটেইন বাংলাদেশ সাকসেস’ শীর্ষক প্রতিবেদনটি প্রকাশ করেছে বিশ্বব্যাংক।

বিশ্বব্যাংকের অর্থনীতিবিদ ও প্রতিবেদনের লেখক মাতাস হেরেরা দাপে জানান, কোনো সন্দেহ নেই  এ দেশের পরিবহন ও সরবরাহ ব্যবস্থার পুনর্গঠন এবং বিনিয়োগ করলে বাংলাদেশের অর্থনীতি টেকসই হবে।

তিনি বলেন, লজিস্টিক সাপোর্টের উন্নয়নে শুধু বিনিয়োগ করলেই হবে না, সুষ্ঠু বিনিয়োগ করতে হবে। কোথায় কোথায় ঘাটতি আছে, এর মান উন্নয়ন– এসব বিষয়ে ওপর গুরুত্ব দিয়ে বিনিয়োগ করতে হবে।’

বিশ্বব্যাংকে বাংলাদেশ ও ভুটানে নিযুক্ত কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন বলেছেন,  বাংলাদেশে পরিবহনে যানজট ও অপ্রয়োজনীয় লজিস্টিক সিস্টেম প্রায়ই অর্থনীতিতে উচ্চ ব্যয় করা হচ্ছে।

লজিস্টিকগুলোকে যদি কার্যকর করা সম্ভব হলে বাংলাদেশ তাৎপর্যপূর্ণভাবে এর যোগাযোগ, ব্যবসায়িক পরিবেশ ও প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। যা কিনা বাংলাদেশকে মধ্য আয়ের দেশে যেতে সাহায্য করবে।

 

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন