ঢাকা | শনিবার
২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

আপত্তিকর মেসেজ ঠেকাতে নতুন ফিচার আনছে ইনস্টাগ্রাম

আপত্তিকর মেসেজ থেকে ব্যবহারকারীদের বাঁচাতে এবার নতুন ফিচার আনছে ইনস্টাগ্রাম। নতুন এই আপডেট ডিএম-এর ব্যক্তিগত মেসেজ থেকে সহিংস বার্তা শনাক্ত, নীপিড়নমূলক ইঙ্গিত ফিল্টারের মাধ্যমে প্রতিরোধ করবে।

ফেসবুকের মালিকানাধীন ফটো-শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রাম একটি ব্লগ পোস্টে জানায়, যেসব ব্যবহারকারী অনুসরণ করছেন না তাদের ডিরেক্ট মেসেজ (ডিএম) আটকানোর বিষয়টি নতুন আপডেটে গুরুত্ব দেয়া হয়েছে।

নতুন ফিচারটি চালু করতে হবে ব্যবহারকারী নিজেকেই। ফিচারটি চালু করতে ইনস্টাগ্রামের প্রাইভেসি সেটিংসের নতুন সেকশন হিডেন ওয়ার্ডসে যেতে হবে। ফিচারটির মাধ্যমে নিজের মতো শব্দ, বাক্যাংশ নির্বাচন করে রাখা যাবে। এই ধরনের শব্দ যে মেসেজে থাকবে, সেটিই মূলত আটকে দেবে ডিএম রিকয়েস্ট।

এর আগে, এই ধরনের ফিল্টার ইনস্টাগ্রাম তাদের কমেন্ট অপশনের জন্য আগে চালু করেছিল। এবার মেসেজের ক্ষেত্রেও এটি একইভাবে কাজ করবে।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ জানায়, এই ফিচারের মাধ্যমে আপত্তিকর শব্দ, বাক্যাংশ হাইড করে রাখা যাবে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, কয়েক সপ্তাহের মধ্যে কয়েকটি দেশে এই ফিচারের আপডেট দেয়া শুরু হবে। কিন্তু বাংলাদেশের ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য কবে নাগাদ উন্মুক্ত হবে তা জানা যায়নি এখনও।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন