ঢাকা | মঙ্গলবার
৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ভ্যাকসিন নিয়েও করোনায় আক্রান্ত জিৎ

ভ্যাকসিন নিয়েও করোনায় আক্রান্ত হলেন টলিউড অভিনেতা জিৎ। আজ মঙ্গলবার সকালে ইনস্টাগ্রামের মাধ্যমে তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন। আপাতত নিজের বাড়িতেই আইশোলেশনে আছেন তিনি।

ইন্সটাগ্রামে জিৎ লিখেন, আমি করোনা আক্রান্ত। বাড়িতেই আইশোলেশনে রয়েছি এবং চিকিৎসকদের পরামর্শ মেনে চলছি। যারা বিগত কয়েকদিনে আমার সংস্পর্শে এসেছেন, তাদের করোনা পরীক্ষা করাতে এবং সতর্ক থাকতে অনুরোধ করছি। খুব শীঘ্রই দেখা হবে সকলের সঙ্গে।

এর আগে গত মার্চে কলকাতার একটি বেসরকারি হাসপাতাল থেকে করোনার টিকা নিয়েছিলেন জিৎ। টিকা নেওয়ার ছবি ইনস্টাগ্রামেও পোস্ট করেছিলেন তিনি। করোনার ভ্যাকসিন নেয়ার পরেও এই ভাইরাস বাসা বাঁধল তার শরীরে। জিৎ ছাড়াও বলিউডেও দেখা গিয়েছে এমন ঘটনা। আশুতোষ রানা, নাগমা, পরেশ রাওয়ালরাও করোনা টিকা নেয়ার পরও এই ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছিলেন।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন