করোনা পরবর্তী সময়ে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে উল্লম্ফন ঘটেছে। আগের বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের প্রথম কোয়ার্টারে রেকর্ড ১৮ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে এই অর্থনীতি জায়ান্টের।বিবিসি জানায়, ১৯৯২ সাল থেকে কোয়ার্টার (তিন মাস) হিসাব রাখার পর এই প্রথম মোট দেশজ উৎপাদনে (জিডিপি) এমন উল্লম্ফন দেখলো চীন।
অবশ্য শুক্রবার প্রকাশিত এই পরিসংখ্যান প্রত্যাশার চেয়ে কিছুটা কম। রয়টার্স পোল অব ইকনোমিস্টস ১৯ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল।
করোনাভাইরাসের কারণে গত বছরের একই সময়ে ব্যাপক অর্থনৈতিক সংকোচনের তুলনায় এবার তির্যক শক্তিশালী প্রবৃদ্ধি হয়েছে।
গত ২০২০ সালের প্রথম কোয়ার্টারকে ভিত্তি ধরে এই পরিসংখ্যান প্রকাশ করা হয়। ওই সময় চীনে করোনা সংক্রমণ চূড়ায় ওঠায় সারাদেশে লকডাউন দেওয়া হলে অর্থনীতি ৬ দশমিক ৮ শতাংশ সংকুচিত হয়।
চীনের পরিসংখ্যান বিভাগ থেকে প্রকাশিত অন্যান্য খাতের হিসাবেও ঘুরে দাঁড়ানোর প্রবণতা অব্যাহত রয়েছে। গত বছরের দুর্বল সংখ্যার সঙ্গে তুলনা করায় প্রবৃদ্ধি অস্বাভাবিক শক্তিশালী দেখাচ্ছে। গত বছরের একই সময়ের তুলনায় মার্চে শিল্পোৎপাদন ১৪ দশমিক ১ শতাংশ বেড়েছে। খুচরা বিক্রি বেড়েছে ৩৪ দশমিক ২ শতাংশ।
আনন্দবাজার/শহক