আসছে জনপ্রিয় সঙ্গীত শিল্পী বাপ্পা মজুমদারের নতুন গান। গানটির রেকর্ডিং করার পর সম্প্রতিই শেষ হয়েছে ভিডিওচিত্র ধারণের কাজও। খুব শীঘ্রই এটি দেখা যাবে ইউটিউবে।
শেখ নজরুলের কথায় গানটির সঙ্গীতায়োজন করেছেন ওয়াহেদ শাহীন। গানটি সুর করার পাশাপাশি ভিডিওচিত্রের নির্দেশনা দিয়েছেন ফিদেল নাঈম। ভিডিওচিত্রটি ক্যামেরায় ধারণ করেছেন আলামিন হোসাইন।
সুরকার ও নির্মাতা ফিদেল নাঈম বলেন, ‘গানটি সুর করার পাশাপাশি ভিডিওচিত্র নির্মাণ করেছি। এটি আমার জন্য অন্যরকম এক অভিজ্ঞতা। আশা করি গানটি সবার ভালো লাগবে।’
‘এইচএম ভয়েজ’ এর ব্যানারে নির্মিত গানটির ভিডিওচিত্র খুব শীঘ্রই দেখতে পাবেন শ্রোতা-দর্শকরা। এটি মুক্তি দেয়া হবে ‘এইচএম ভয়েজ’ এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে।
ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/c/HMVoiceMusic
আনন্দবাজার/শহক