শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

স্থগিত হলো বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

বাংলাদেশের করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় এবং লকডাউনের কারণে স্থগিত করা হয়েছে পাকিস্তান যুব দলের বাংলাদেশ সফর।

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে এই মাসেই পাকিস্তান যুবাদের বাংলাদেশ সফরে আসার কথা ছিল। তবে বর্তমান করোনা পরিস্থিতির কারণে ক্রমেই সিরিজটি নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। শেষ পর্যন্ত দুই দেশের ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক স্থগিত করা হয়েছে সফরটি।

করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি হলে ঈদ-উল-ফিতরের পর এই সিরিজটি আয়োজনের কথা ভাবছে দুই দেশের ক্রিকেট বোর্ড।

যুব দলের সিরিজ স্থগিতের বিষয়টি নিশ্চিত করে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানান, দেশে করোনা বেড়ে যাওয়ায় সিরিজটি স্থগিত করা হয়েছে। করোনা পরিস্থিতির উন্নতি সাপেক্ষে সুবিধাজনক সময়ে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে বাংলাদেশের এই হোম সিরিজ আয়োজন করবে বিসিবি।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ১২ এপ্রিল বাংলাদেশে আসার কথা ছিল পাকিস্তান যুব দলের। করোনাভাইরাসের কারণে তা পিছিয়ে যায়। নতুন সফর সূচী অনুযায়ী ১৭ এপ্রিল ঢাকায় পা রাখার কথা ছিল তাদের।

আনন্দবাজার/টি এস পি

আরও পড়ুনঃ  স্থগিত লা লিগা : কোয়ারেন্টাইনে রিয়াল মাদ্রিদ খেলোয়াড়রা

সংবাদটি শেয়ার করুন