ঢাকা | সোমবার
৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

এবার করোনা আক্রান্ত অক্ষয় কুমার

আমির খান, আলিয়া ভাটসহ এখন পর্যন্ত বলিউডের বহু তারকা মহামারী নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এবার করোনায় আক্রান্ত হলেন অক্ষয় কুমার। আজ রবিবার সকালে নিজের করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে অক্ষয় লিখেন, সকলকে জানাচ্ছি যে, আজ সকালে আমার করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে।

তাই সকল নিয়মা-কানুন মেনে আমি নিজেকে আইসোলেশনে রেখেছি। এছাড়া গত কয়েকদিনে যারা আমার সংস্পর্শে এসেছেন তাদের অনুরোধ করছি করোনা টেস্ট করানোর জন্য।

এছাড়া স্বভাবসুলব ভঙ্গিতে তিনি জানান, আবার খুব সহসাই কাজে ফিরছেন তিনি।

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার আগ পর্যন্ত অক্ষয় তার পরবর্তী সিনেমা ‘রাম সেতু’র শুটিংয়ে ব্যস্ত ছিলেন। এই সিনেমায় তার সহশিল্পী হিসেবে রয়েছেন জ্যাকুলিন ফার্নান্দেজ এবং নুসরাত ভারুচা।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন