ঢাকা | সোমবার
১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পাঞ্জাবি জনপ্রিয় শিল্পীর

সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল ভারতের পাঞ্জাবের জনপ্রিয় শিল্পী দিলজানের। গতকাল মঙ্গলবার নিজের গাড়িতে করে অমৃতসর থেকে কর্তারপুর ফেরার পথে জন্দিয়ালা গুরু নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় দিলজানের।

জানা গেছে, অমৃতসর-জলন্ধর জিটি রোডে দাঁড় করিয়ে রাখা ট্রাকের সাথে তার গাড়ির সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর দ্রুত হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গাড়িতে একাই ছিলেন তিনি।

অনেকে অভিযোগ করছেন, ৩১ বছর বয়সী দিলজান খুব দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছিলেন এবং এ সময় ডিভাইডারে ধাক্কা লেগে তার গাড়ি উল্টে যায়।

দুর্ঘটনার কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। ময়নাতদন্তের জন্য তার মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।

উল্লেখ্য, ২০১২ সালে ‘সুর ক্ষেত্র’ নামক ভারতের এক টেলিভিশন শোতে অংশগ্রহণ করেছিলেন দিলজান। এরপর প্রচুর পাঞ্জাবি গানও গেয়েছেন তিনি। জানা গেছে, তার স্ত্রী ও সন্তান বর্তমানে কানাডায় অবস্থান করছে।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন