ঢাকা | মঙ্গলবার
৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ফিল্মফেয়ারে জয়ার জোড়া মনোনয়ন

টালিউডের বাংলা ছবিকে পৃষ্ঠপোষকতা করার জন্য প্রতিবছর পুরস্কার প্রদান করে ফিল্মফেয়ার কর্তৃপক্ষ। ফিল্মফেয়ারের এই পুরস্কারের জন্য জোড়া মনোনয়ন পেয়েছেন বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান। সমালোচকদের দৃষ্টিতে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ‘রবিবার’ ও ‘বিজয়া’ ছবির জন্য মনোনয়ন পেয়েছেন জয়া।

এছাড়া সেরা ছবি বিভাগে মনোনয়ন পেয়েছে ‘গুমনামি’, ‘কণ্ঠ’, ‘মিতিন মাসি’, ‘পরিণীতা’, সাঁঝবাতি’ ও ‘ভিঞ্চি দা।’

এবং সেরা নির্মাতা বিভাগে মনোনয়ন পেয়েছেন অরিন্দম শীল (মিতিন মাসি), কৌশিক গাঙ্গুলি (জ্যেষ্ঠপুত্র), লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায় (সাঁঝবাতি), নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় (কণ্ঠ), রাজ চক্রবর্তী (পরিণীতা) ও সৃজিত মুখোপাধ্যায় (গুমনামি)।

ফিল্মফেয়ারে সেরা অভিনেতা বিভাগে মনোনয়ন পেয়েছেন আবীর চট্টোপাধ্যায় (শাহজাহান রিজেন্সি), দেব (সাঁঝবাতি), পরমব্রত চট্টোপাধ্যায় (শাহ জাহান রিজেন্সি), প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (গুমনামি), রুদ্রনীল ঘোষ (ভিঞ্চি দা) ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় (কণ্ঠ)।

এবং সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন কোয়েল মল্লিক (মিতিন মাসি), পাওলি দাম (কণ্ঠ), রিতুপর্ণ সেনগুপ্ত (আহা রে), শুভস্রী গাঙ্গুলি (পরিণীতা), স্বস্তিকা মুখোপাধ্যায় (শাহ জাহান রিজেন্সি)

আগামীকাল ৩১ মার্চ বিজয়ীদের হাতে ফিল্মফেয়ার পুরস্কার তুলে দেয়া হবে।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন