ঢাকা | সোমবার
১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

অবশেষে ভাসল সুয়েজে আটকেপড়া জাহাজ 

মিসরের সুয়েজ খালে আড়াআড়িভাবে আটককেপড়া জাহাজটি সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে বলে জানিয়েছে বিবিসি। প্রায় ২০ হাজার কনটেইনারবাহী এভার গিভেন নামে বিশাল জাহাজটি ভাসিয়ে পাড়ের দিকে নেওয়া হয়েছে। বিবিসি জানায়, শনিবার ভরা জোয়ারেও জাহাজটি সরানোর চেষ্টা ব্যর্থ হয়। অবশেষে রোববার সরানো সম্ভব হয়। এ ছাড়া মেরিটাইম সার্ভিস কোম্পানি ইঞ্চকেপও জাহাজটি জলপথে ভাসার খবর দিয়েছে।

গত মঙ্গলবার থেকে সুয়েজ খালে আড়াআড়িভাবে আটকে ছিল কনটেইনারবাহী জাহাজটি। ছয় দিনেও সরানো সম্ভব না হওয়ায় ৩০০-এর বেশি জাহাজের জট তৈরি হয় বিশ্বের অন্যতম ব্যস্ত নদীপথটির দুই প্রান্তে।

জাহাজটিকে উদ্ধারে কয়েক দিনের চেষ্টা ব্যর্থ হওয়ার পর রোববার খালের কর্মকর্তারা জাহাজটির লোড কমানোর সিদ্ধান্ত নেন। জাহাজটির প্রায় ২০ হাজার কনটেইনারের মধ্যে কিছু নামানোর প্রস্তুতি শুরু করেন।

এর আগে বিশেষজ্ঞরা বিবিসিকে বলেছিলেন, এ ধরনের অপারেশনে বিশেষজ্ঞ সরঞ্জাম আনতে হবে, যার মধ্যে একটি ক্রেনও থাকতে হবে, যেটি আবার ২০০ ফুটেরও উঁচু হতে হবে। এমনকি কয়েক সপ্তাহ সময় লাগতে পারে বলেও জানিয়েছিলেন বিশেষজ্ঞরা।

এশিয়া ও ইউরোপের মধ্যে সংক্ষিপ্ততম জলপথ হলো সুয়েজ খাল। ১৯৩ কিলোমিটার দীর্ঘ এই জলপথে তিনটি প্রাকৃতিক হ্রদ আছে।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন