গরমকালে শরীরের পাশাপাশি মাথার চুলও সমানভাবে ঘেমে যায়। আর ঘামের গন্ধেও অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। চলুন জেনে নেই এ থেকে মুক্তির উপায় :
উপকরণ :
গোলাপজল, অ্যালোভেরা জেল এবং কোনো একটি পছন্দের এসেনশিয়াল অয়েল।
পদ্ধতি :
একটি কাচের পাত্র ভালো করে ধুয়ে শুকিয়ে নিন। একটি পাত্রে এক কাপ গোলাপজল ও এক কাপ অ্যালোভেরা জেল ভালো করে মিশিয়ে নিন। এবার আপনার পছন্দের একটি এসেনশিয়াল অয়েল ১০ ফোঁটা ওই মিশ্রণে ঢেলে ভালো করে মিশিয়ে নিন।এরপর কিছুক্ষণ রেখে দিয়ে ওই কাচের পাত্রে আস্তে আস্তে পুরোটা ঢেলে দিন। তৈরি হয়ে গেল আপনার ঘরোয়া হেয়ার পারফিউম।
বিশেষজ্ঞরা জানান, যারা বাড়ির বাইরে অফিসে যান তাদের প্রতিদিন চুল না ভেজানো উচিত। কারণ এতে করে চুলের গোড়া নরম হয়ে যায়। তবে গরমে চুল না ধুলে চুলে সজীবতা আসবে না। এক্ষেত্রে আপনাকে সাহায্য করবে এই হেয়ার পারফিউম।
আনন্দবাজার/টি এস পি