ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

অ্যামাজনকে পেছনে ফেলল আলিবাবা

যুক্তরাষ্ট্রের অ্যামাজনকে পেছনে ফেলল চীনের প্রতিষ্ঠান আলিবাবা। ই-কর্মাস শপিং হলিডেজ এর বিক্রির হিসেব অনুযায়ী অ্যামাজনকে পেছনে ফেলেছে চীনের এই প্রতিষ্ঠান।

গত বছরের প্রথম ঘণ্টার বিক্রির হিসেবের চাইতে এই বছর ৩২ শতাংশ বিক্রি বেড়েছে আলিবাবা’র। প্রথম ঘণ্টায় মোট ১৩ বিলিয়ন ডলারের পণ্য বিক্রি করেছে বলে জানিয়েছে তারা। সে হিসেবে এটা অ্যামাজনের প্রাইম ডে’র প্রথম ঘন্টার বিক্রির দুই গুণ।

যদিও অ্যামাজনের প্রাইম ডে’র পণ্য বিক্রির হিসেব প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি। তবে তারা শুধু জানিয়েছিল, ব্ল্যাক ফ্রাইডে ও সাইবার মানডে ২০১৮ এর পণ্য বিক্রির চাইতে বেশি পণ্য বিক্রি হয়েছে প্রাইম ডে-তে।

ইন্টারনেট রিটেইলার সূত্রে জানা গেছে, ১৫ ও ১৬ জুলাইয়ে মোট ৭.১৬ বিলিয়ন ডলারের পণ্য বিক্রি করে অ্যামাজন। গত প্রাইম ডে-তে অ্যামাজন মোট ৪.১৯ বিলিয়ন ডলারের পণ্য বিক্রি করে। কিন্তু সিঙ্গেলস ডে’র বিক্রির হিসেবে আলিবাবার বিক্রির কাছে এটা খুবই কম।

গত কয়েক বছরের ই-কমার্স ব্যবসায় আধিপত্য ধরে রেখেছে আলিবাবা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই সিঙ্গেল ডে-তে ৩৮.৩ বিলিয়ন ডলারের বেশি পণ্য বিক্রি করেছে তারা। অ্যামাজন এর আগামী ব্ল্যাক ফ্রাইডে এর পণ্য বিক্রির পরিমাণও আলিবাবার রেকর্ড ভাঙ্গতে পারবে না বলে ধারণা অ্যানালিটিকসদের।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন