ঢাকা | বৃহস্পতিবার
১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউটিউবের নতুন মনিটাইজেশন গাইডলাইন 

অর্থ আয়ের পথকে আরো সহজ করে দিতে নতুন টুল নিয়ে আসছে ইউটিউব। নতুন টুলটি নিজে থেকে ভিডিও পরীক্ষা করে কনটেন্ট নির্মাতাকে জানিয়ে দেবে সম্ভাব্য কোনো কপিরাইট দাবি উঠতে পারে কিনা। এতে ভিডিও প্রকাশের আগেই বিজ্ঞাপন নিষেধাজ্ঞার মুখে পড়ার হাত থেকে বাঁচার সুযোগ পাবেন নির্মাতারা। ইউটিউব নিজেদের নতুন টুলটির নাম দিয়েছে ‘চেকস’। প্লাটফর্মটির স্টুডিও ডেস্কটপের আপলোড প্রক্রিয়াতেই মিলবে নতুন টুলটি। দ্য ভার্জ।

গুগল মালিকানাধীন স্ট্রিমিং সেবাটি জানায়, এতদিন কোনো কপিরাইট লঙ্ঘনের চিন্তা ছাড়াই ইউটিউবে ভিডিও আপলোড করতে পারতেন নির্মাতারা। এ ধরনের কোনো সমস্যা হলে পরে তাদের অবহিত করত ইউটিউব। সাধারণত ৩ মিনিটের মধ্যেই কপিরাইট পরীক্ষা সম্পন্ন হয়ে যাবে, অন্যদিকে মনিটাইজেশন পরীক্ষায় আরো কয়েক মিনিট বেশি সময় লাগবে। আনুমানিক কত সময় লাগবে আপনি তা পর্দায় দেখতে পারবেন।

তারা আরো জানায়, আপনাকে আর ‘প্রাইভেট’ বা ‘আনলিস্টেড’ হিসেবে ভিডিও প্রকাশ করতে হবে না। পরীক্ষা সম্পন্ন হয়ে গেলে আপনি জেনে নিতে পারবেন আপনার ভিডিও মনিটাইজেশন বা প্রদর্শন উপযুক্ততার সম্ভাব্যতার ব্যাপারে। তবে ভিডিও প্রকাশের পরও কোনো ধরনের সীমাবদ্ধতার মুখে পড়তে পারেন।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন