ঢাকা | সোমবার
১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

৮০০ বছর পর আইসল্যান্ডে আগ্নেয়গিরির উদগীরণ শুরু

আইসল্যান্ডের রাজধানী রিকজাভিকের দক্ষিণ-পশ্চিমের একটি পাহাড়ী এলাকায় আগ্নেয়গিরির উদগীরণ শুরু হয়েছে। সর্বশেষ ৮০০ বছর আগে এই আগ্নেয়গিরি থেকে উদগীরণ হয়েছিলো।

দেশটির আবহাওয়া অফিস জানায়, আগে থেকেই তারা এই উদগীরণের আশঙ্কা করছিলো। গত তিন সপ্তাহে ওই আগ্নেয়গিরি ও আশপাশের এলাকায় ৫০ হাজারেরও বেশিবার ভূমিকম্প আঘাত হেনেছে।

আইসল্যান্ডের রাজধানী রিকজাভিক থেকে ওই এলাকার দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার। ওই অঞ্চল ও তার আশপাশের এলাকার মানুষজনকে ইতোমধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

আবহাওয়া দফতর সতর্কবার্তা দিয়েছে, অগ্ন্যুৎপাত ও ভূমিকম্পের ফলে আইসল্যান্ডের রাজধানী ও তার আশপাশের বিভিন্ন এলাকায় ভূমিধস দেখা দিতে পারে।

গতকাল শুক্রবার স্থানীয় সময় রাত পৌনে নয়টার দিকে এই উদগীরণ শুরু হয়।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন