মার্কিন যুক্তরাষ্ট্রে পুলিশের নির্যাতনে মারা যাওয়া জর্জ ফ্লয়েডের পরিবারকে ২৭ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি টাকায় ২২৮ কোটি টাকার বেশি) ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে মিনেয়াপোলিশ শহর কর্তৃপক্ষ। গতকাল শুক্রবার শহরের নগর পরিষদের ভোটে সর্বসম্মতিক্রমে এই প্রস্তাব পাশ হয়েছে।
গত বছরেরর জুলাই মাসে যুক্তরাষ্ট্র শহর কর্তৃপক্ষ ও চার পুলিশ অফিসারের বিরুদ্ধে মামলা দায়ের করে জর্জ ফ্লয়েডের পরিবার। জর্জ ফ্লয়েডের মৃত্যুর জন্য তাদের অভিযুক্ত করা হয়।
বার্তা সংস্থা রয়টার্সের সূত্রে বলা হয়, জর্জ ফ্লয়েডের বোন ব্রিগেট ফ্লয়েড এক বিবৃতিতে জানান, তার ভাই জর্জ ফ্লয়েডের ন্যায় বিচারের জন্য তাদের আইনি লড়াই এভাবে সমাধান হওয়ায় তিনি ও তার পরিবার সন্তুষ্ট।
তিনি বলেন, আমাদের হৃদয় যখন ভেঙে আসে তখন আমরা এটা মনে করে শান্ত হই যে জর্জ ফ্লয়েড বিশ্বকে একটা দেখিয়েছেন মৃত্যুর পরেও কীভাবে বেঁচে থাকা যায়।
ফ্লয়েডের পরিবারের উকিল বেন ক্রাম্প জানান, এটা জর্জ ফ্লয়েডের জীবনের ব্যাপার বলাটা আমেরিকার জন্য যথেষ্ট নয়। আমাদের দেখাতে হবে যে জর্জ ফ্লয়েডের জীবনের অধিকারকে আমরা আইন দ্বারা স্বীকৃতি দিয়েছি। এটা কৃষ্ণাঙ্গদের জীবনের ব্যাপার বলাটাই শুধু আমেরিকার জন্য যথেষ্ট নয়। আমাদের দেখাতে হবে যে কৃষ্ণাঙ্গদের জীবনের অধিকারকে আমরা আইন দ্বারা স্বীকৃতি দিয়েছি।
তিনি আরও বলেন, আমরা এ দায়িত্বশীল শহর নেতৃবৃন্দকে সাধুবাদ জানাই এবং আমরা সবার প্রতি দাবি জানাই আপনারা জর্জ ফ্লয়েডের জন্য আয়োজিত বিক্ষোভে শান্তিপূর্ণভাবে অংশগ্রহণের মাধ্যমে দায়িত্বশীল নেতৃত্বের পরিচয় দেবেন।
আনন্দবাজার/টি এস পি