ঢাকা | শুক্রবার
২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ফের লকডাউনে যাচ্ছে ভারত

মহামারী নভেল করোনাভাইসের প্রকোপ হঠাৎ বেড়ে যাওয়ায় এবং ভাইরাসটির নতুন ধরন দ্রুত ছড়িয়ে পড়ায় ফের লকডাউনে যাচ্ছে ভারত। ইতোমধ্যে দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের নাগপুর শহরে লকডাউন ঘোষণা করা হয়েছে।

আগামী ১৫ মার্চ থেকে শহরটিতে সপ্তাহব্যাপী লকডাউন ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শহরটি বরাবারই করোনার হটস্পট হিসেবে পরিচিত। ভারতে সবচেয়ে বেশি ১ কোটি ১০ লাখ করোনা রোগী শনাক্ত হয়েছে এ রাজ্যে। এখন পর্যন্ত মহারাষ্ট্রে করোনায় প্রাণ হারিয়েছেন ১ লাখ ৫৭ হাজার বাসিন্দা।

চলতি বছরের জানুয়ারি থেকে ভারতে করোনাভাইরাসের টিকা দেয়া শুরু হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনার টিকা পেয়েছেন ২ কোটি মানুষ।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন