মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ স্বাস্থ্য বিশেষজ্ঞ ড. ফাউচি বলেন, বর্তমান ভ্যাকসিন কর্মসূচি এই ইঙ্গিত দেয় যে, আগস্টের শেষ বা সেপ্টেম্বরের শুরুতে, আমরা সঙ্কট পূর্ববর্তী স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে পারি।
হোয়াইট হাউজের সমন্বয়কারী দলের সাথে আলোচনার পর ভার্চুয়াল সংবাদ ব্রিফিংয়ে ড: ফাউচি এই মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, বর্তমানে ২০ থেকে ৩০ লক্ষ জনগণকে টিকা দেয়া হচ্ছে, যা আমাদেরকে সুরক্ষা নিশ্চিত করবে।
দেশটির রোগ নিয়ন্ত্রণ দপ্তরের পরিচালক ড: রোচেল ওলিনস্কি জানান, মাত্র ১০% জনগণকে আমরা টিকার আওতায় এনেছি, সরবরাহ বৃদ্ধির প্রয়াস চলছে, তাই শিগ্রই আমরা বৃহত্তর লক্ষ্যে পৌছাবোI
আনন্দবাজার/টি এস পি
