ঢাকা | বৃহস্পতিবার
১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

প্রতিনিয়তই বাড়ছে ভোজ্যতেলের দাম

চলতি বাজেটের শুল্ক বৃদ্ধির পর ভোজ্যতেল আমদানিতে দাম অধিক বেড়েছিল। আর এখন আন্তর্জাতিক বাজারে বুকিং মূল্য বেড়ে যাওয়া ও আসন্ন শীত মৌসুম সামনে রেখে নতুন করে অস্থিরতার দিকে যাচ্ছে পাম অয়েল ও সয়াবিন তেলের বাজার। ফলে গত এক মাসে মণপ্রতি ১৫০-২০০ টাকা বেড়েছে ভোজ্যতেলের দাম।

চট্টগ্রামের খাতুনগঞ্জে খোঁজ নিয়ে জানা গেছে, শুল্ক বৃদ্ধির পর পাইকারি পর্যায়ে ভোজ্যতেলের দাম বেড়ে যায়। অন্যদিকে সয়াবিনের দাম ২ হাজার ৮০০ থেকে বেড়ে ৩ হাজার টাকা মণে লেনদেন হচ্ছে। মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ান পাম অয়েলের ফিউচার মার্কেটে বুকিং দর ঊর্ধ্বমুখী থাকায় দেশের বাজারেও এর প্রভাব পড়েছে বলে জানিয়েছেন খাতসংশ্লিষ্টরা।

ব্যবসায়ীদের দেয়া তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে পাম ও সয়াবিন তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। কিন্তু আসন্ন শীত মৌসুমে পাম অয়েলের পরিবর্তে সয়াবিনের চাহিদা বেড়ে যাবে। এ কারণে অনেকেই অগ্রিম মুনাফার জন্য সয়াবিনের এসও সংগ্রহ করছেন বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

বিভিন্ন ট্রেডিং প্রতিষ্ঠানের দেয়া তথ্যমতে, বর্তমানে মণপ্রতি পাম অয়েলের ডিও বিক্রি হচ্ছে ২ হাজার ৩৬০ টাকায়, সুপার পাম অয়েলের ডিও ২ হাজার ৪০০ টাকায় এবং সয়াবিনের ডিও বিক্রি হচ্ছে ২ হাজার ৯৮০ থেকে ৩ হাজার টাকা মণ দরে। ঘূর্ণিঝড়সহ প্রাকৃতিক দুর্যোগের কারণে বাজার কিছুটা স্থিতিশীল থাকলেও চলতি সপ্তাহে ভোজ্যতেলের দাম আরো বাড়বে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

 

 

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন