ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ইয়েমেনে শরণার্থী শিবিরে ভয়াবহ আগুনে নিহত ৮

সম্প্রতি ইয়েমেনে একটি শরণার্থী শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত আটজনের মৃত্যু হয়েছে। জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলের মাধ্যমে জানা যায়, রবিবার (৭ মার্চ) দেশটির রাজধানী সানায় ঘটে যাওয়া এই দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ১৫৭ জনকে। এদিকে আহতদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

কিন্তু কীভাবে ওই শরণার্থী শিবিরে আগুন লাগল, তা এখনো জানা যায়নি। ইয়েমেনের ইরান সমর্থিত হাউথি গোষ্ঠী ওই শরণার্থী শিবিরটি পরিচালনা করে।

উল্লেখ্য, সরকারিভাবে আটজনের মৃত্যুর কথা জানানো হলেও মৃতের সংখ্যা আরও অনেক বেশি বলে জানিয়েছে ডয়েচে ভেলে। জাতিসংঘের কর্মকর্তারা সংবাদ সংস্থা এপিকে জানিয়েছেন, প্রথম আগুন লাগে যেখানে, সেখানে প্রায় ৭০০ শরণার্থী ছিল। তারা সবাই সীমান্ত পেরিয়ে সৌদি আরবে কাজের খোঁজে যাওয়ার চেষ্টা করেছিল। কর্তৃপক্ষ তাদের গ্রেফতার করে ওই শরণার্থী শিবিরে পাঠিয়ে দেয়।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন