ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রথম প্রান্তিকে আইসিবি’র লোকসান

শেয়ারবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (২০১৯ সালের জুলাই-সেপ্টেম্বর) লোকসানের খাতায় নাম লিখিয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ সভায় জুলাই-সেপ্টেম্বর সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ তথ্য জানানো হয়েছে।

চলতি বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা লোকসান করেছে ১ টাকা ৯৩ পয়সা। আগের বছরে একই সময়ে প্রতিষ্ঠানটি শেয়ারপ্রতি ৪১ পয়সা মুনাফা করে।

মুনাফার পাশাপাশি কোম্পানিটির সম্পদ মূল্যেও নেতিবাচক প্রভাব পড়েছে। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৭ টাকা ১৩ পয়সা, যা জুন শেষে ছিল ৪৪ টাকা ৫৭ পয়সা।

প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ বা ক্যাশ ফ্লো চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে দাঁড়িয়েছে ঋণাত্মক ৫ টাকা ১৮ পয়সা। যা আগের বছরে একই সময়ে ছিল ঋণাত্মক ২ টাকা ১৬ পয়সা।

 

 

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন