ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় বিশ্বে সুস্থ আট কোটি ৯৫ লক্ষাধিক

বিশ্বব্যাপী কমছে না করোনার তাণ্ডব। দ্বিতীয় ঢেউ আর নতুন ধরনে নতুন করে বেড়েছে আতঙ্ক। তবে এমন পরিস্থিতিতেও আশা জাগাচ্ছে করোনা থেকে সেরে ওঠার সংখ্যা। সারাবিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১১ কোটি ৩৯ লাখ ৮৫ হাজার ১০৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছে মোট আট কোটি ৯৫ লাখ ৩৯ হাজার ৭৬ জন।

করোনায় বিশ্বে এখন পর্যন্ত মারা গেছে ২৫ লাখ ২৯ হাজার তিনশ ৩৭ জন। বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে দুই কোটি ১৯ লাখ ১৬ হাজার ছয়শ ৯৬ জন।

সারাবিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হার ৯৭ শতাংশ। এতে মৃত্যুহার তিন শতাংশ। বিশ্বে বর্তমানে করোনায় আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে ৯১ হাজার ৪৬ জন। এছাড়া বাকিদের অবস্থা স্থিতিশীল।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার উপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশে এখন পর্যন্ত আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে দুই কোটি ৯১ লাখ ৩৬ হাজার নয়শ ১২ জন এবং মারা গেছে পাঁচ লাখ ২৩ হাজার ৮২ জন ।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর যথাক্রমে রয়েছে- ভারত, ব্রাজিল, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, স্পেন, ইতালি, তুরস্ক ও জার্মানি।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন