ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

তিনটি মার্চেন্ট ব্যাংকের আইপিও কোটা সুবিধা বন্ধ

বিধিমালা লঙ্ঘনের কারণে তিনটি মার্চেন্ট ব্যাংকের আইপিও কোটা সুবিধা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিএসইসির ৭৬৩তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও কমিশনের মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

বেঙ্গল ইনভেস্টমেন্টস লিমিটেড, সিএপিএম এডভাইজরি লিমিটেড এবং পিএলএফএস ইনভেস্টমেন্টস লিমিটেডের মার্চেন্ট ব্যাংকার্স বিধিমালা লঙ্ঘনের জন্য প্রাথমিক গণপ্রস্তাব আইপিও কোটা সুবিধা বন্ধ করার এই সিদ্ধান্ত নেয় বিএসইসি।

প্রতিষ্ঠানগুলো ২০২১ সালের ৩০শে জুনের মধ্যে মুলধন ঘাটতি পূরণে ব্যর্থ হলে তাদের মার্চেন্ট ব্যাংকার নিবন্ধন সনদ বাতিলের প্রক্রিয়া শুরু হবে বলে সিদ্ধান্ত হয়। এছাড়াও তিন ব্রোকারেজ হাউজকে ৯ লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি।

 

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন