ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সিরিজের সেরা ব্যাটসম্যান হলেন নাইম

সম্প্রতি শেষ হওয়া বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি সিরিজের সেরা ব্যাটসম্যান হলেন মোহাম্মদ নাইম। সিরিজের শেষ ম্যাচে তার সংগ্রহ ছিল ৪৮ বলে ৮১ রান। মাত্র ৪৮ বলে ৮১ রানের ঝড়ো ইনিংস খেলার পরও এই ম্যাচে দলকে জেতাতে পারেননি বাংলাদেশী এই ওপেনার।

অভিষেকের আগে ২০১৮ সালে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে লিস্ট এ ক্রিকেট তালিকায় স্থান অর্জন করেছিলেন মোহাম্মদ নাইম। এছাড়া ২০১৮ আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দলে ছিলেন তিনি।

সিরিজের প্রথম ম্যাচে অভিষিক্ত হয়ে ২৮ বলে ২৬ রান করেন মোহাম্মদ নাইম। দ্বিতীয় ম্যাচে ৩১ বলে ৩৬ রান করে তৃতীয় ম্যাচে খেলেন ৮১ রানের বিধ্বংসী এক ইনিংস। সব মিলিয়ে ৩ ম্যাচ শেষে সিরিজের সবচেয়ে বেশি ১৪৩ রান করেন তিনি। একটি হাফ সেঞ্চুরি আর দুটি ৩০+ রান মিলিয়ে তার ব্যাটিং গড় ৪৭ দশমিক ৬৬।

ভারতের শ্রেয়াস আইয়ার হয়েছেন সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। ৩ ইনিংস মিলিয়ে ১টি হাফ সেঞ্চুরি সহ ১০৮ রান করেন তিনি। তৃতীয় স্থানে রয়েছেন ভারত দলের অধিনায়ক রোহিত শর্মা। ১টি হাফ সেঞ্চুরি সহ তিন ইনিংসে তিনি করেছেন ৯৬।

এছাড়া ভারতের শেখর ধাওয়ান ৯১ এবং লোকেশ রাহুল ৭৫ করে তালিকার চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন।

 

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন