লাতিন আমেরিকার দেশ বলিভিয়ায় গত মাসে প্রেসিডেন্ট ইভো মোরালেস তার বিতর্কিত পূর্ননির্বাচনের বিরুদ্ধে হওয়া বিক্ষোভের মুখে পড়ে পদত্যাগ করেছেন। নিজের দেশে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার স্বার্থে করেছেন।
রবিবার (২০ অক্টোবরের) নির্বাচনে ‘সুস্পষ্ট কারচুপি’র প্রমাণ পাওয়ায় আন্তর্জাতিক পর্যবেক্ষকরা নির্বাচনের ফলাফল বাতিল করার আহ্বান জানায়।
বলিভিয়ার নির্বাচন কর্তৃপক্ষ ঢেলে সাজানোর পর মি. মোরালেস পর্যবেক্ষকদের এই সিদ্ধান্তের সাথে একমত হয়েছেন এবং নতুন নির্বাচন আয়োজন করার ঘোষণা দিয়েছেন।
তবে রাজনীতিবিদ, পুলিশ এবং বলিভিয়ার সেনাবাহিনী ইভো মোরালেসকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে আহ্বান জানিয়েছে। এ সপ্তাহের শুরুতে তার সমর্থকদের অনেকের ওপর হামলা হয়েছে এবং তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেয়া হয়েছে।
টেলিভিশনে দেয়া এক ভাষণে মি. মোরালেস বলেছেন তিনি প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ করবেন। বিক্ষোভকারীদের উদ্দেশ্যে তিনি হামলা ও ভাঙচুর বন্ধ করার আহ্বান জানিয়েছেন।
ভাইস প্রেসিডেন্ট আলভারো গার্সিয়া লিনেরা এবং সিনেট প্রেসিডেন্ট আদ্রিয়ানা সালভাতিয়েরা এরই মধ্যে পদত্যাগ করেছেন।
এই সিদ্ধান্তের পর বিক্ষোভকারীরা পথে নেমে আসে এবং আনন্দ মিছিল করে।
আনন্দবাজার/ইউএসএস