সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ সোমবার (১১ নভেম্বর) সূচক ও লেনদেন কিছুটা বেড়েছে।
এদিন বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৪ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স বেড়েছে ২ পয়েন্ট।
এছাড়াও একই সময়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৯৫ কোটি ৬১ লাখ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৪১ কোটি ১৮ লাখ টাকা। এছাড়া সিএসইতে মোট লেনদেন হয়েছে ২ কোটি ৪২ লাখ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩ কোটি ৮৪ লাখ টাকা।
ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
অন্যদিকে, একই সময়ে সিএসইর সিএসসিএক্স ২ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৮০০ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৭৭৮ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৪ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৪৮৬ পয়েন্টে অবস্থান করে।
একই সময়ে দাম বাড়ার ভিত্তিতে সিএসইর শীর্ষ কোম্পানিগুলো হলো-আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচ্যুয়াল ফান্ড, কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স, আরডি ফুড, তসরিফা ইন্ডাস্ট্রিজ, ন্যাশনাল ফিড মিল, ইউনাইটেড এয়ার, এস আলম কোল্ড স্টোর, হাক্কানী পাল্প এবং কেপিপিএল।
আনন্দবাজার/ইউএস