ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মঞ্চায়িত হয়ে গেল উৎস নাট্যদলের ‘স্বর্নজননী’

সদ্য প্রয়াত উপমহাদেশের প্রখ্যাত নাট্যকার মান্নান হীরার রচনায় মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক ‘স্বর্ণজননী’ রাজধানীর শিল্পকলা একাডেমীর মূল মঞ্চে শনিবার সন্ধ্যায় প্রদর্শিত হয়েছে। নাটকটির নির্দেশনায় ছিল উৎস নাট্যদল। মুক্তিযুদ্ধ ও বীরাঙ্গনাদের যাপিত জীবন নিয়ে নাটকটি মঞ্চায়ন করে ‘উৎস নাট্যদল’।

মঞ্চায়িত হয়ে গেল উৎস নাট্যদলের 'স্বর্নজননী'
মঞ্চায়িত হয়ে গেল উৎস নাট্যদলের ‘স্বর্নজননী’

নাটকটিতে ৭১ সালের ১৬ ডিসেম্বর এর সমসাময়িক সময়ে দুই লক্ষ নারী বীরযোদ্ধা, তাদের উপর বয়ে যাওয়া নির্মম অত্যাচার ও মুক্তিযুদ্ধ শেষে স্বাধীন বাংলাদেশে তৎকালীন সময়ের বীরাঙ্গনাদের কতটা বন্দুর ও কঠোর পরিস্থিতি তা তুলে ধরা হয়েছে। অরুণা, মহুয়া ও মনি চরিত্রে ১ ঘন্টা ১৫ মিনিটের নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইমরান হোসেন ইমু, করূনা বিশ্বাস, শাহীদ আপন, মেঘলা, অর্ক আহমেদ রিপন, মঞ্জিলা, হেলাল, এনায়েত সহ আরও অনেকে। নাটকটির আবহ সঙ্গীতে ছিল জুয়েল, স্বপন ও সেন্টু৷

মঞ্চায়িত হয়ে গেল উৎস নাট্যদলের 'স্বর্নজননী'
মঞ্চায়িত হয়ে গেল উৎস নাট্যদলের ‘স্বর্নজননী’

হলভর্তি দর্শকের নিস্তব্ধতায় প্রমাণ করে নাটকটির নাট্যকার, নির্দেশক ও কলাকুশলীগন কতটা স্বার্থক৷ নাটকটির মঞ্চায়ন পরবর্তী কালীন সময়ে নাটকটির নির্দেশক ইমরান হোসেন ইমু বলেন, স্বর্নজননী নাটকের এর আগে ১৬টি মঞ্চায়ন হলেও এবারের মঞ্চায়নটি ছিল আমার কাছে খুবই চ্যালেঞ্জিং একটি মঞ্চায়ন৷ কেননা এই নাটকের ৩টি নিয়মিত চরিত্র হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় খুবই কম সময়ের মধ্যে ৩টি নতুন বিকল্প চরিত্র নিয়ে নাটকটির নির্ভুল মঞ্চায়নই প্রমাণ করে নাটকটির সফলতা৷

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন